কদিন ধরেই আকাশ ভঁরা কান্না,
বসন্তের উচ্ছ্বাস হারানো-শীতের শরীর,
সুর ছন্দ হারা-একা আমি।

পঞ্চাশ পেরোনো- ভালবাসায় বয়সের সুর,
হিসেবের খাতায়-সমাজ সংসার,
আর ভালবাসা ছাড়া আগামীকাল।


বিনুনি ছড়ানো হরিন চোখের স্বরস্বতী,
লক্ষীপুরের কাশবাগান-কান্তজীর রথের মেলা,
র্নিবাক,অস্পষ্ট-শব্দ বিহীন নাটকে ।


রতনপুর না রসুলপুর-সংসার তোমার,
চমক সাজানো নতুন সূর্য-
দেবী তুমি-নতুন স্বর্গে।


ভাললাগার দিনগুলো-নুপুর ভঁরা সন্ধ্যা,
নন্দনপুরের আচল ভঁরা স্বপ্ন,
সুরের বৈশাখ দুপুর-হারানো কোন অজানায়।


শরীরে শরীরে খুজেছি তোমাকে-অজন্তার সুরে,
ভালবাসা ছিল না জানা-
শুধু কামনা ভঁরা শরীর-আর চন্দ্রমুখীর সন্ধ্যা।


বৃষ্টির সুরে মনে হয়-
থাকে যদি জন্ম আবার,
দেখা যেন হয় তোমার- রংধনুর ও পাশে।


ধর্মের অসহ্য দুপুর নয়,
শুধু তুমি আর ভালবাসার আগামীকাল।