১০)মনে পড়ে এসেছিলে-পৃথিবীতে,
      কেঁদেছ তুমি- সবার হাসিতে।
      মনে রেখ তাই-যাবার পখে
      হাসি যেন না আসে- তোমার যাবার রথে।


১১ )বেচে আছ প্রতিদিন-নতুন চমকে ,
       সরিয়ে রেখ না বিধাতাকে-সময়ের সন্ধ্যাতে।


১৩)জীবন হয় নতুন, বিধাতার সুরে-
   ভক্তের বিধাতা নয় বেশী দূরে।


১৫)নদী আর স্রোতে তফাৎ কোথায়?
   নদীতে জল- স্রোতে ও তাই।
   জোয়ারের আনন্দ টেনে আনে জল
   ভাটার দুঃখ ও নিয়ে যায় তাই,
   বিধাতার বানী ছড়ানো পাতায় পাতায়।
   খোজো তারে অনুভূতিতে-হ্রদয়ের খাঁচায়।