ভালবাসার সাথে তোমার দেখা নেই,
বেশ কটা কাল,
হাত ছড়ানো সময় ছুঁয়েছে তোমায়-এপাশ ওপাশ।


এখন শুধু এ ভাবে ও ভাবে-পেছনের নামতা গোনা,
আকাশের নীলে খোজা-বিনুনি সাজানো সকালের শেফালী।


শিশিরের ছেলেবেলা-রথ বাড়ীর খেলা,
হারিয়েছে ধর্মের মেলায়।


তবুও সময়ের মাঝে সময় খোজার- সেই পুরোনো খেলা,
ছেলেবেলা –ভালবাসার চোখ ছেড়েছে তোমায়,
বয়সের সুরে  তুমি-এখন শুধু সময়ের নামতায়।