রমণীর শরীর- জীবনের যৌবন,
উত্তেজনার সুর,
আসে নিয়ে-স্বস্তির চুমুক,
আবার তৃপ্তির চরম।


শরীরে শরীর,
উরুতে ঊরু-আনে নতুন চেতনার চমক,
নতুন কেলির আহ্বানে।


ঠোঁটে ছোঁয়ানো-ভালবাসার ঠোঁট
হাত ছড়ানো হাতে,
উদ্দামতা তার স্বর্গদ্বারে,
তার প্রতি সুরে-প্রতি ছোঁয়াচে।


কামনা ভঁরা চোখ-শরীর ভঁরা ঊরু
তৃপ্তির চরমে সকালে সাঁঝে।


ভালবাসার দেবী,
কামনার আলোতে করে নতুন তোমায়,
তার শরীরে,
নতুন জন্মে নতুন পৃথিবীতে।


রমণীর শরীর নিয়ে আসে,
স্বপ্নের শেষ-আদিমতার প্রথম।