এই তো ভালবাসা-নামতার সুরে নামতা,
হবে দেখা পার্কের সাঁঝে-মনে হবে দেখা যেন কোথায়,
হবে কথা-কথা ছাড়া,
নাম হবে–ইন্দ্রাণী কি দেবযানী।


হবে গানের সুর গান,
কথায় কথায় কবিতা সাজানো,
কথার ঝড়ে-রাজনীতি,ধর্মনীতি,
ফাঁকে ফাঁকে মান অভিমান।


খোজা ভেনাসের সাজ-হাসির মোনালিসা,
বাদাম ভাজায়-লজ্জার লতা,
ইউক্যালিপটাসের গুনগুন,  
হাতধরা-ঠোট সাজানোর খেলা।


ফাঁকা সিনেমায় হাজারো গল্প,
চোখ এড়িয়ে-চোখ মেলানো,
কিছুটা এগিয়ে-কিছুটা পিছানো,
আর শীতের সকালে বসন্ত খোজা।


সমাজ সংসার -গাড়ী বাড়ী,
গোত্র খোঁজা–বংশ মেলানো,
শেখ না সৈয়দ-ব্রাক্ষণ না কায়স্ত,
সানাই বাঁশী-সংসার সাজানো।


জানালা খোলা-গাড়ীর গান,
নতুন মুখ-হাসি কান্না,
আর আকাশের সুরে ভগবান খোজা।


বিছিন্নতার সাজে-
বেহুলার লখীন্দর-হীরের রনঝাঁ,
এই তো ভালবাসা-
যে নামেই হউক না বলা।