আর দুটো রোববার-অপেক্ষার শেষ হবে আমার,
কি পরবে-নীল রং এর শাড়িটা?
চুলটা বিনুনীতে-না কি সাজাবে খোঁপাতে?


শালোয়ার চুড়িদার-আবার মানায় না তোমায়,
আবহাওয়ার খবরটা নেই জানা এখনো,
বৃষ্টি মনে হয়-হবে না সে দিন।


পূর্ণভবার নৌকায়-আমি,
রতনপুর-রসুলপুর ছাড়ানো,
মাঝির সুরের সুরে-ছড়ানো তুমি।


হারাবে কথা আমার,
ঠোঁট ছড়ানো-ভেজা ঠোঁটে,
কখা হারানো আমি-আকাশ আমার কামনার সুরে।


নিটোল বুক দুটো তোমার-চোখে মুখে আমার,
অনুভুতি হারানো-ভাষ্কর আমি,
সুর কথা ছাড়া-সৃষ্টির প্রথম পুরুষ।


চোখ দুটোয় তোমার-অভিসারের আলো,
সিঁদুরের কপাল এলোমেলো,
আমাদের পৃথিবী-আর আমরা প্রথম জন্মদিনের সাজে।


হারাবে সমাজ,সংসার-নৈতিকতার ভগবান,
পৃথিবী হারানো দুটো শরীর,
শুধু-আনন্দের সুরে আনন্দে।


বসন্তের আলোয়-সাজানো তুমি,
মাংসের স্বাদের মসৃন উরু-চঞ্চলতার হরিনী,
কামনার উদ্দামতায় এ আমি-যে নতুন আমি।


হারানো-দন্দ আর ভয়,
ভাটার শরীর আমার-যৌবনের জোয়ারে তোমার,
ষাটের এ শরীর যদি ও-তেত্রিশের আঙ্গিনায়।


শেখাবে-শরীরের নতুন গান,
স্বপ্ন ভালবাসার নতুন সুর,
চাওয়া আমার-সাজানো পাওয়া্য তোমার।


শরীরের সুরে নতুন যৌবনের-আমি,
সমাজ সংসার হারানো,
তোমার শরীর উপাশক।


ভুলে যাব-সমাজ সঙ্গিনী,
ভুলে যাওয়া তোমার-সন্তান,শান্তনু,
শুধু শরীরে শরীরে আমরা-কামনার সুরে সুরে।


হারানো আগামীকাল-পৃথিবীর নতুন,
মগ্ন তোমার তুমিতে,
নেই কিছু-আজকের আজ আর উদ্দামতার সুর।