বছর ফুরোলো-
অনেক যুদ্ধ-অনেক রক্ত,
ভাষা-দেশ,
ধর্মের গান,
সবাই বলে আমায় দেখ-আমায় দেখ।


সব শুনেছি তোমারই সাজানো,
চিঠিটা তাই তোমাকেই লেখা-ভগবান।


নতুন বছরটা যেন আসে শান্তির সাজে,
এনো না অযথায় আর-নতুন যুদ্ধ,
খেলার ছলে-নতুন রোগের সাঁজ,
অনাথ শিশু-কান্না অনেক,
গল্পগুলো তাই-না হয় কিছুটা বদলে রেখ।


যন্ত্রনা আমাদের-
হয়তো-সাজিয়েছি আমরা,
দিও-ক্ষমতায় বদলে তুমি।
  
বছর-যেন হয়
শান্তি সুখে-সবার চোখের।
হাসির শিশু-আনন্দের পৃথিবী,
আনন্দ হবে তোমার ও।