পিশাচ-ওরা রক্তের পিশাচ,
ধর্মের কান্নায়-রাজনীতির সুরে।
যুক্তি আইন-সাজানো ওদের-
বিচারে ওরা-সৃষ্টি,
সৃষ্টিকর্তা ওরাই-একই সুরে।


কেড়ে নেওয়া-নিরীহ জীবন হাজারো,
অবাক কান্নার চারপাশ-
বিদ্রোহে আমরা-যন্ত্রনায় ভঁরা,
ভাষা হারানো-সাহস ছাড়া,
একগাদা মুখ-অযথার।


ভালবাসায় সবাই-অর্চনা-রুবীণা,
বন্ধুত্বে ভঁরা-ধীরেন-কামাল-
আবার-রক্তের পিশাচরা ও লুকোনো সেখানে।


সৃষ্টির আকাশটা তো-সেই পুরোনো,
তবুও-আমরা,
সবাই বলে-ভালবাসার আমরা,
ধর্ম মুখে-শান্তির মালা হাতে।


ভোলা সবার-এই যে জীবন-
আনন্দের আজ-হারানো আগামীকাল,
তুমি আজ-নেই কাল।


এতো ধর্ম-এতো মন্ত্র-
শেখানো সবার-একই সুরে,
অহিংসা-ভালবাসা,
তবে রক্তমাখানো-রক্ত সাজানো,
এ পৃথিবীও-কি আমাদের?