জীবনটা তো যৌবনের।


সময়ের সকালে-যৌবন খোঁজা,
স্মৃতির গোধূলিতে খোঁজা-হারানো দিন,
এই তো জীবন।


আর যে টুকু-সেটা,
দিন প্রতি দিনের,হিসেবের খেলা।


রথের মেলার-স্বপ্না,
পূজোর সন্ধ্যার-আরতী,
এলোমেলো সুর-অযথার কথা-
সুর সাজানো-পুরোনো হওয়া-
খোঁজা নতুন সুরে যৌবনের জীবন।


স্বপ্ন দেখার-আগামীকাল,
সাজানো উত্তেজনার সুরে-
অজানা-যৌবনের দুপুর।


এই তো জীবন-যৌবনের সুরে,
ছোটবেলার নতুন-বয়সের পুরাতন।