হঠাৎ করেই ছিল-ইলার জিঙ্গাসা,
‘প্রশ্ন একটা-সুখী কি,তুমি?
শুধু-আমাকে নিয়ে নয়,
তোমার তুমিতে।


বদলানো যায় যদি কিছু-
কি বদলাবে তুমি-
জীবনের এই শেষ পাতায়’?


হিসেবে হয়তো ছিল বলা-
আমি আছি-তুমি পাশে,
এই তো আমি-স্বপ্নের দেশে আমার,
তবে,মনের কথা-ছিল না ওটা।


কেন জানি মনে হয় আজ-
ইলা-তুমি ছাড়া,
সুতপা,সূর্পনায়-ভালবাসা হতো সাজানো,
একই-শরীর সুরে।


অনেক হারানো-পুরোনো,
শকুন্তলার সকাল-
যৌবনের পু্রবী-
ফিরে চাই আমার-এই নতুনে।


চারপাশটার সুরে সাজানো-আমি চিরকাল,
নেই আমি  সে দেশে-আমার।


হারানো দুপুর-বিকেল-শরীর সুরে,
নতুন হওয়ার-সন্ধ্যা আমার,
স্বপ্ন আমার-ভালবাসায়।