রবীন্দ্রনাথ তুমি-আমার,
রবীন্দ্রনাথ-আমি ভালবাসায়,
ঠোটে তোমার-সাজানো,
প্রথম গীতাঞ্জলি-আমার।


উরুতে  তোমার-মাদকতা,
স্বপ্ন ভেজা ঠোটে-সুর বসন্তের।
খোঁজা স্বপ্ন -সৃষ্টির
মাতাল নেশার-চুমুতে।


গ্রীষ্মের উত্তাপ-অজানার,
তুমি,শান্তনা-বর্ষার সুরে,
শরতে-শিশিরের গান,
শেফালীর মালা-হেমন্তে।


শীত হারানো তোমার দেশে-
বসন্ত-শুধু বসন্তের গান,সাজানো সেখানে।


তুমি ইন্দ্রানি-
আমার স্বপ্নের-প্রথম,
আদিমতার শেষ-
আমার-ভালবাসার চিরবসন্তের দুপুর।