হিসেবের খাতা খুলে দেখি-শূন্য,
শূন্যে ভরা চারপাশ-
কিছু নেই-কেউ নেই,
শুধু আমি-আমার আকাশের আমি।


কথাগুলো তিথির-
কথা শুধু আজ,
মুখটাও যে মনে পড়ে না আর।


ফ্রেমের ছবিটা-একটা মুখ,
একটা শরীরের দুপুর-
আমি যে-খুজি ভালবাসার তিথি,
আমার-গতকালে সাজানো আগামীকাল।


দক্ষিন বাতাসকে বলি ডেকে-
অনেক স্মৃতি-হাজারো কথা,
ভালবাসার মুখটা-হারানো যে কেন?


একগাদা সুর বাতাসের সুরে-
হয়তো বা বলা-
'তিথি-সুতপা-স্বরস্বতী,
চিরন্তন সুরের-তোমার পৃথিবীর,
তোমার আকাশে।


তোমার হাসির সকাল-শরীরের দুপুর,
সন্ধ্যার গান-নাচের রাতে।


জন্ম ওদের-তোমার স্বপ্নে,তোমার সুরে,
নতুন সুরের-সুতপা,সূর্পনা,
বদলানো মুখটা-শুধু।


ফুরোয় না ভালবাসার সকাল-স্বপ্নের দুপুর,
ভালবাসায় তোমার-তিথি,
অনন্তের প্রদীপ-চির বসন্তের সুর।