পঞ্চাশ ছাড়ানো-
হারানো-রংধনুর রং আমার
স্বপ্ন-আর যায় না সাজানো,
আশা নিরাশায়-খুঁজি তবু যৌবনের মাদকতা।


বেমানান-সমাজ ছাড়ানো চোখ,
খুজি-তন্বীর চোখ ছাড়ানো স্বপ্ন,
ইন্দ্রাণীর কামনার উদ্দামতা,
নীতিনপুরের বিনোদিনী-আমার।


দুপুর হারানো-গোধূলির আলোয়,
হারানো যদি বা-অযথার ভাললাগার সুর,
নাচনপুরের লজ্জাবতীর সাজ,
সমাজ সাজানো তবুও-অনিয়মের দুপুরে।


শকুন্তলার কামনা সাজানো বুক,
অর্পিতার নাচের দুপুর,
বেমানান-হয়তো,
নই যে আমি-হিসেবের বেহিসেবী আরেক মুখ।


আর কতকাল-নিয়মের মিছিলে,
বেচে থাকা আমার-আমার সুরে,
আমি যে-শেষ সূর্যের স্বপ্নে।