চীৎকার করে বলতে চাই-
‘তুমি যদি তুমি হও-আমি,আমি হইবো না কেন,
তুমি পশ্চিম হইলে-অপরাধ কেন আমার পূর্ব হওয়ায়?’


কেড়ে নিতে চাও তোমরা–আমার কথার ভাষা,
ধর্মের কথা-রাজনীতির গান,তোমার
সেটা তো তোমাদের সুরে-বলার ভাষা,
কেন সেটা আমার-কথার কথা?


লূকোনো  তোমরা-মুখোসে তোমাদের,
নানান সুরের-নানান ছন্দের
দক্ষিনের গানে-তোমরা আজ,
আগামীতে তোমরাই-উত্তরের সাজে।


ধর্ম-রাজনীতির বেশ্যা,
সরে দাড়াও তোমরা-আর নয়,
এবারের বসন্তের গানে- নতুন আমি,
ভাষায় কথায় – শান্তি,একতার পথিক।