যদি বাল্মিকির সুরে-
তবে রাবণ আমি লঙ্কার-
সীতা তুমি-অযোধ্যায় নিবাস,
পুষ্পক রথের আমি-অন্ধ ভালবাসায়।


সমাজ-সংষ্কার ছুড়ে ফেলা-
একটুকু-ভালবাসা,
কিছুটা আদরের কাঙ্গাল।


যদি অল্মিপাস পাহাড়ের চূড়ায়-
জুঊস-এথেনার সাধনায়,
হোমারের সুরে-প্যারিস আমি স্পার্টার,
সৌন্দর্যের হেলেন তুমি-
ছুড়ে ফেলা আমার-আগামীকাল-তোমার সুরে।


যদি সুমেরিয়ার অচেনায়-
গিলগামেসের রাজ্যে-
এনকেদু আমি-
দেবদাসী শামাত-তোমার শরীরের মাদকতায়।


মন্দির মন্ত্রনা সাজানো তোমার সুরে,
কপালকুন্ডলা তুমি-নবকুমারের নয়,
কাপালিক আমি-স্বপ্নে আমার।


এযুগ-সে যুগ,
সত্য-কলি যেটাই হউক,
বদলানো দেশ-ধর্মের সুর,
আমার সবটুকু সাজানো তোমার বুকে।


নাই বা রইলো-বক্ষ্রার সুর,
হারানো জুউস-এথেনার দেশ,
প্রতি  যুগে-নতুন জন্মের আমি
লুকোনো তোমার ভালবাসায়।