হঠাৎ করেই এলো বৃষ্টিটা -
চৈত্রের সুরে বর্ষার এ গান-
কেমন জানি বেমানান।


বৃষ্টিটা এলো-তবুও,
এলোমেলো-ছন্নছাড়া আনন্দে,
যেন সুবর্নারেখার দুরন্ত এক-ষোড়শী।


বৃষ্টির ছটায়-মিষ্টি হাসির মেয়েটা,
বাতাসের চুমু মেশানো কপাল ঠোট,
ছুটে যাওয়া আচল ছাড়ানো অজন্তার বুক,
বৃষ্টির স্বপ্ন মেশানো চোখ-সুর্যের উল্লাস লুকোনো হাসি।


সুরের গুনগুন-হয় তো ভালবাসার কোন গান,
চোখে চোখে কটা কথা-
ঠোঁটের মুখে একটু হাসি,
কিছুটা সময়ের-একুশের গল্প।  


হরিনীর চঞ্চল নেশায়-কিছু এ সময়,
বৃষ্টির সুরের চারপাশ,
একটা ভালবাসার সকাল-আমার,
শরীরের একটা দুপুর।


ক্ষনকিছুর সময়ের সময়ে,
বৃষ্টির কান্নায় থমকে থাকা-বাতাসের স্বপ্ন,
আর আমি-
পথ হারানো-ভালবাসার নতুন এক পথিক।