ছবিটা আঁকতে গিয়ে দেখি-
মুখটা তোর পড়ে না মনে আর-
হারানো দুষ্টু হাসিটা-তোর কথার ঝড়,
তোর সেই স্বপ্ন দেখানো দুপুর।


তুই যে শুধু আজ দেয়ালের পাশের একটা ছবি-
ফেলে আসা জীবনের গান,
সময়ে হারানো একটা মুখ।


কি ছিল তোর অভিমান,
কেন পালানো ছেড়ে-যৌবনের দুপুর,
ছেড়ে যাওয়া-আগামীকাল,
মুখগুলো-তোর চেনা অচেনা।


কেন গেলি চলে-
কেন ছুঁড়ে ফেলা তোর-স্বপ্ন দেখার সকাল,
ছিল না সাহস কি তোর জীবনের গানে?


ভুলতে চাই যদিও-যায় না যে ভোলা,
আমি আজ-জীবনের সুরে-নতুনের গানে
চেনা মুখের অচেনা একজন।


বৈশাখ আসে-
আসে আগামীকাল-
নতুন হয়ে বেচে থাকার গান,
বৈশাখ আমার-চলে যাওয়া তোর সাথে,
স্বপ্ন দেখা স্বপ্ন-হারানো তোর সময়ের সময়ে।