বৈশাঁখের মেলায় দেখা হবে আবার-
কি নামে ডাকবো তোমাকে,
সুতপা-সুপর্না না স্বপ্না।


দেখা হবে অনেক কবার-
ফাল্গুনের গানে-রংধনুর খেলায়,
কফির চুমুকে-বই এর মেলায়,
নামটা যে তোমার তবু ও হবে না জানা।


হয়তো বলবে -তুমি
‘যে নামেই ডাক আমায়-
আমি তো সেই আমি,
ভালবাসায় সাজাও না আমাকে’।


খুঁজি তোমাকে আজও –
সকাল-দুপুর –গোধূলির বেলায়,
শরীরের গানে।