শরীরের কথায়-
শরীরের ভাষায়-
অশ্লীলতার খোঁজ-ইন্দ্রানীর চোখে।


স্বপ্নের দুপুর-ভালবাসার ইন্দ্রানী,
শরীর অচেনা সেখানে।


চুমুর সকালটা ভঁরা পচা ডোবার স্বাদে-
বসন্তে খোঁজা তার-
বেসুরো গল্পের একটা সকাল।


কামনার জোয়ারের চুমু-একটা,
ধবধবে স্তনে-গল্প খোঁজার গান,
ইন্দ্রানীর চোখের চোখে-
যেন একগাদা পচা মাংসের গন্ধ।


শরীরে শরীর-
উরুর উরুতে লুকোনো আনন্দ-
অযথায় এলোমেলো হওয়ার বিকেল,
নিষিব্ধ ফলের ঈশ্বর একজন-সেখানে।


কেন বোঝা নেই-ইন্দ্রাণীর,
রোদ্দুর ভঁরা শরীরের দুপুর,
কামনা ভঁরা সকাল-সন্ধ্যা,
জীবনের যৌবন,সেটাই-
আনন্দের শরীর ভঁরা গান-
আর ভালবাসার আগামীকাল।