কোন কথা হবে না-আজ,
হাতধরা- আমাদের,
বসে থাকা-পাশাপাশি,
আর চোখের চোখে সময় খোঁজা।


ঠোঁটের সুরে ঠোঁট মেশানো,
টেনে আনা বৃষ্টির স্বপ্ন-
কিছুটা পুরোনো হওয়ার স্বাদ,
একটা নতুন পৃথিবীর আলাপ।


ভুলে যাওয়া সময়ের সময়-
ভুলে যাওয়া সমাজের গান,
চোখের সুরে শরীরের সুর-
ছুটে আসা বৃষ্টির স্বাদ।


স্রোতের সুরে নৌকা গোনা-
দোলনায় দোলানোর গল্প-কটা,
খোঁপার বেলীফুলে -আগামীর স্বপ্ন।


কথার কথায়-শরীর শরীরে,
খেলার ছলে বলা-ভালবাসার দিন,
দুজনের একজনের গল্প।