কতই বা বয়স তখন-বাইশ কি তেইশ,
বসন্তের রং ভঁরা-ঝর্নার উচ্ছলতা,
দেখা প্রথম-তোমার।


হরিণীর হাসি-হাত জড়ানো হাতে ,
কথা ছিল-পৃথিবী দেখাবে আমায়।


এক কাপ চা আর দুটো টোষ্টে,
রাজনীতির দুপুরে-
মাঠটায়-সাজানো আমাদের প্রেমের মেলা।


মনার চায়ের ঘর-
রবিঠাকুর-পিকাসো-দালিদের দপ্তর,
ঠোঁটে ঠোঁটে-সাজানো আগামীর সমাজ।



রবিবারে-নতুন কবিতার আসর,
আদরে জড়ানো ঠোঁটে-তোমার প্রথম চুমু,
আলো আঁধারের সুরে-ভালবাসার প্রথম সুর,
স্বপ্ন ভবিষ্যৎ-প্রথম,শেষ।


লেকের ধার-লজ্জাবতীর ছোঁয়াচ
পাবলিক লাইব্রেরির চত্বর,
ভালবাসার শরীর নিয়ে-একগাদা তর্কের বহর।


সবকিছু এলোমেলো-এরপর,
হারালে তুমি-
দেখা এখন শেষ সূর্যের পথে,
বলো শরীর কি নেই ভালবাসার সুরে?