এ সময়টা স্বরস্বতীর বড় আপনার-
রাতের অন্ধকার-একাকীত্ব,
আর-নির্জনতায় নিজেকে খোজা।


সংসার-সমাজ-ছেলে-মেয়ে,
হারানো-অনেক সুর্য,
সময়ের খাতায় যদি বা -অযথার হিসেব,
জানা নেই স্বরস্বতীর আজ ও-
ভালবাসায় ছিল কি বাসা?


পলাশীর পাঠশালা-কালীবাড়ীর মন্দির,
পূজোবাড়ীর প্রথম সন্ধ্যা-
ভালবাসার সাজানো দুপুর,
সুর ছাড়া শুধুই স্মৃতি।


অবাক সুরের বেপরোয়া-রতন,
আকাঙ্খার শরীরে–কামনার দেবতা,
সমাজ নিয়ম ছাড়া ভালবাসার ভগবান।


মনে পড়ে স্বরস্বতীর-ক্ষনিকের সাজানো সুরে,
ভালবাসায় ভঁরা মন-শরীর ভঁরা কামনায়,
সময় ছিল-ছিল দ্বিধা-সংষ্কার,
সূর্যের শেষ আকাশে-এখন শুধু একগাদা দীর্ঘশ্বাস।