আমি সময়ের কাছে কিছুটা সময় চাইবো,
হয় নি সাজানো আমার-স্বপ্ন দেখার স্বপ্ন,
নীতিনপুরের মেলায় শেষ দেখা যে-ইন্দ্রাণীর,
সময় আমার ছুটে যাওয়া-সময়ের সুরে,
কিছুটা সময় চাই।


বনানীর শিউলী মাখানো হাতে-
ছিল না পুতুল খেলার স্বপ্ন,
দেশ ছাড়া ওরা-আজ ধর্মদেশী,
সময় ছিল না ভালবাসার,
সময় কিছুটা ফিরে চাওয়া-বনানীর।


রত্নার চন্দন ছড়ানো কপালে-
শুধু ধর্মান্ধ কাপালিকের গন্ধ-
চাই সময়-কিছুটা,
রত্নার সমাজ সাজানোর খেলায়।


কালীবাড়ির মুখগলোয়-ছিটানো রক্তের দাগ,
ঢাক ঢোলক ধূপধুনো আর–
ভগবান খোঁজার কান্না।
সময় চাই কিছুটা-পূজারীর,
যদি যায় বদলানো-রক্ত নাচনের স্বাদ।


আমি সময় চাইবো-ভালবাসার,
চাইবো সময় বিদ্রোহের ভাষায়,
একটা স্বপ্নের আকাশ-
একটা ভালবাসার দুপুর-
পুরোনো হওয়া আমার-আমার পুরোনোয়।