রথের মেলায়-বলা সুনন্দার,
‘ধনী দা-আমাকে ছেড়ে ছুটলে যে,
হয় না ভয়-তোমার,
ভালবাসায়-ভালবাসা হারানো।


একটা চিঠি লিখো-ধনী দা।
মিথ্যে করেই বললে-না হয়,
দেখা-নকুলপুরের বকুলতলায়,
চোখে আমার–আগামী তোমার,
সকাল ভালবাসার-স্বপ্নের দুপুর একটা।


ধনী দা-হয় না মনে তোমার,
খেলাবেলার বর-বৌ খেলায়,
ভালবাসার ঘরটা আমাদের-হইনি যে সাজানো।


হতো  না বেশ মজা-
দেখা যদি-অচেনা দুপুরে,
আড়াল ভাষার মিষ্টি হাসিতে-
কথা শুধু চোখের চোখে।


ধনী দা বলো না-তুমিই,
হারাই নি আমরা-
সময়ের সুরে সময় সাজানোর গল্প।


যাক বেলা এলো বেলায়,
চলো-বাড়ী ফিরে চলো’।