মেয়েটার নাম নাকি-বাবলি,
ছিমছাম-ছড়ানো বিনুনী,
মিষ্টি হাসির চোখ ধরানো মুখটা,
এসেছে,দিন কয়েক-আমাদের পাড়ায়।


বরাবরই সাদা মাটা-শাড়ীর একটা মুখ,
টিপ কপালে-
রং এর বাহার নেই-তেমন,
কথা বলায়-কেমন জানি দাপট একটা ।


কলেজ ইউনিয়নের মিছিল-
দিন কদিন আগে,
ইলেকশন-সরকার,
নিয়ম ছাড়ানো নিয়মের বিরুদ্ধে-
চীৎকারের সাথে-ওর একগাদা চীৎকার।


কলেজের শেষে-আলোচনা সভায়,
অসাধারণ মুখ-একটা,  
চোখের চোখে তুলে ধরা,
সাম্যবাদের-দূর্নীতি ছাড়ানো,
নতুন একটা পৃথিবী-স্বপ্নের।


দেখা-পূজোর মন্ডপে,
চাঁদের আলোয় ছোঁয়া চোখ-
বাতাসের চুমুর কপাল ঠোঁট-
শরৎ সুরের ত্রিনয়না-
পুরোনো-বড় পুরোনো একটা মুখ।


মানায় ওকে ধর্মের নাচে-
মানায় ওতে বিদ্রোহীর চীৎকার-
মানায় ভালবাসার গানে,
ওই তো নির্যাতনের কান্নায়-
ভালবাসার দেশের একজন।