মনে পড়ে তোর-স্কুলের গোলমালটা,
ক্লাস পালানো বিপ্লবী আমরা-
তাপস বেটা, সেদিন বেশ বিদ্রোহের গানে।


মার্ক্স,লেনিন না মাও-শেষ হউক পুঁজিবাদ,
দন্দ আমাদের-সাম্যতার,
কেমন জানি বেমানান-মনে হয় আজ,
আমরা এখন যে শুধু আমিতে।


কি রে তাপস কিছু একটা বল,
তোর চীৎকার ছাড়া যে আসর ফাঁকা-
আরে, বৌ তো বাড়ী নাই-
হবে নাকি কিছু আজ।


আরে মাতাল হওয়া না এটা-
চারপাশ ছাড়া নিজেকে খোঁজা।


সবাই কেমন জানি বুড়িয়ে যাওয়া-আমরা,
নতুন কিছু বলার আলাপে-
এখন শুধু পুরোনো হওয়া।