ভালবাসা আমার-হেঁটেছে অনেক কটা পথ,
স্বপ্ন ছুয়ে যাওয়া আমার-অনেক কটা দুপুর,
আরতীর বেলায় কেটে যাওয়া-
নবমীর সন্ধ্যা-অনেকগুলো,
খুঁজে যাওয়া তবু-ভালবাসার মুখটা,
তবু ও খুঁজে যাওয়া-প্রতিদিন।

খুঁজে যাওয়া-একটা চুমুর স্বাদ,
খুঁজে যাওয়া সেই ভালবাসার বুক,
হাজারো চুমুর-সেই চুমুটা,
স্বপ্ন লুকোনো স্বপ্নে-আমার স্বপ্নের দুপুর।


উন্মাদনার দুপুরগুলোয়-
খুঁজে যাওয়া আমার-অজন্তার বুক ভঁরা মুখটা,
আনন্দ ভেজা শরীরের-সুর ভরা সুর।


আমার চাই স্বপ্নের সকাল,
শরীরের দুপুর-
আমি শুধু আজকের আজ-
চাই না আমার কোন আগামীকাল।


চাই একটা হাত ধরার গান-
চাই না পুরোনো হাসি-
চাই না আগামীর গান-
সময় ছাড়া সময়টা-আজকের,
এক-অনেক-গল্প বলার এক কল্পলোক।