কতই বা বয়স-ছেলেটার,
বছর কুড়ি-হয়তো,
হাসপাতালের অসুস্থ চেহারায়-ভগবান খুঁজছে,
ভগবান খুঁজছে-ছেলেটা।


ভগবান খোঁজার মন্ত্র- খুঁজছে ছেলেটা,
খুঁজছে-সেই অচেনা একটা আশ্বাস।

চারপাশের কান্না ব্যাথায়-
শুয়ে থাকা অচল শরীরটায়-
হাতের হাতে চুপচাপ-
আর যেন কোন মন্ত্রের সুরে বিড়বিড়,
খোঁজা তার-নাম না জানা ভগবানের সে দেশ।  


দিন কটা আগে-
শরীর ভরা তার যৌবনের উচ্ছাস
ভালবাসা খোঁজা তার প্রতি ভালবাসায়,
স্বপ্ন খুঁজে যাওয়া প্রতি স্বপ্নে।


একার পৃথিবীতে এখন একা সে যে-
স্বপ্ন খোঁজা হয় না আর  স্বপ্নে-
ভালবাসা হারানো সময়ের পৃথিবীটা-
সব যে-অচেনা একটা দেশ।


জানা তার–ভগবান শুধু ভগবানের দেশে,
পৌঁছোয় না চীৎকারটা কারও-
তবু ও খোঁজা বিশ্বাস -তার,
অবিশ্বাসের গানে


খুঁজে পেতে চাওয়া একটা আগামীকাল-
আর কিছু না হউক-কটা দিন কটা সময়,
হউক না যে কোন সুরে।