ধর দেখা তোমার-
কাশবাগানের ফুলের খেলায়-
আঁধার ভেজা চাঁদের আলোয়-
কথাটা কি বলতে,তুমি?


দেখা হতো যদি-নাচন সুরের শরত মেঘে,
শাপলা পদ্ম এর মাতাল আচলে-
ঘর ফেরা পাখীর এলোমেলো সাঁজে-
কি তুমি বলতে আমায়?


আমরা-যদি রথের মেলায়,
রাঁধা কৃষনের ভালবাসায়-
মাতাল সুরের কথার কথায়-
হাত বাড়ানো হাতে-
কথাটা কি হতো তোমার?


বৃষ্টি ভেজা দুপুর বেলায়-
বৃষ্টি ভেজা কপালে চুলে-
দেখা যদি-
কথাটা কি হতো আমাদের?


নাই বা দেখা-
শরৎ-বৃষ্টি-চড়ক মেলায়,
এলোমেলো ভালবাসার খেলায়-
আমরা তবু আমাদের দুজনে-
দুপুর একটা-সন্ধ্যার শাঁখ,
চুমু সাজানো শরীরের গান,
আমরা শুধু আমাদের পৃথিবীতে।