একটা শহর খুঁজছি-ভালবাসার,
নিয়ম নেই কোন-
নেই ধর্মের কান্না-
শহরটা-লাল নীল রক্তের গল্পকথা ছাড়া।


একটা দেশ খুজছি,আমি-
মানুষের দেশ,
ভাগ নেই-ভাষার ভাষায়,
ধর্মে নেই ধর্মের যুদ্ধ,
দেশটা সকলের।


একটা মুখ খুঁজছি-
শরীরটা ভঁরা ভালবাসায়,
চুমু সাজানো চুমুর ঠোঁট,
আছে হিসেব ছাড়া  দিন প্রতিদিন।


চুমু আছে-হিসেব ছাড়া,
শরীরটীয় আছে আনন্দের দেশ,
বৃন্দাবন এর সুর ছন্দের ছন্দে,
ভগবান হওয়া শরীরের সুরে।


আছে শহরটা কোথাও-
দেশটাও আছে কোন দেশে-
আমার চাওয়াগুলো থমকে থাকা-
শরীর খুঁজে যাওয়া ভালবাসায়।