ইন্দ্রাণীকে নিয়ে বেশ ভয় আমার,
ভয় ভালবাসার আকাশটা-
ভয় হয় কাছে পাওয়া ইন্দ্রাণী-
চুমুর ঠোঁটটায় যদি হারাই শরীরের আমি।


সাজানো কথাগুলো-বলায় বলায়-হয়না বলা,
ভয় হারানো ভালবাসার দেশ,  
কথা যদি হারায় কথায়।


ভয় হয় পাওয়ায়-
ভালবাসা যদি হারায় মিলনে-
স্বপ্নে সাজানো স্বপ্ন,
আমার দেখা ইন্দ্রানীর,তার অপূর্নতা।


এটাই ভাল হয়তো,
ভালবাসার সময়-
হাতধরা হাতের একগাদা গল্প-
স্বপ্নের খাতায় স্বপ্ন-আমার পৃথিবী্তে ইন্দ্রাণী আমার।


এই তো ভাল-
ভালবাসার যন্ত্রনা আমার,
পূর্নতার আকাশটা থাক না দুরে,
একজীবনে অনেক জীবনের কথা।