ইন্দ্রাণী,      কেমন জানি হারিয়ে গেল রে-শহরটা,
হারিয়ে গেছে ভালবাসার দেশটা-আমাদের,
তোকে নিয়ে সমুদ্র খোঁজা হবে না আর,
সমুদ্রটা যে পালিয়ে গেল অনেক দুরে।


লজ্জাবতীর নাচ ভঁরা দুপুরের-
পাহাড় ছাড়ানো পাহাড়টায়-
হবে না নাম সাজানোর খেলা-
পাহাড়টাও যে পালিয়ে গেল রে-ইন্দ্রাণী।


গল্প বলার নদীটা-
গুন ধরার নাচের রংধনু-
হারিয়ে গেল যে -আকাশটা,
ইন্দ্রাণী-আমরা আর রইলাম না,আমরা।