বসন্তের মেলায় রংধনুর সাজ-
ইন্দ্রানীর রবিবাবু-
অর্পিতার নূপুরের ছন্দ-
একগাদা ভালবাসার মুখ।


বকুলতলায় ফুলের খেলায়,
নাম না জানা মুখটা-
খুঁজে নেওয়া ভালবাসার গান,
আর সাজিয়ে নেওয়া আগামীর দুপুর।


ভিন্ন সুরের নতুন-আকাশ,
ভালবাসার কবিতা-আবৃত্তির রোকেয়া,
হাত বেঁধে যাওয়া নতুন হাতে,
রাখীর বাঁধন-আবীরের চুমু,
কৃষ্ণ সবাই-রাধার আচলে।


০০০০০০০০


এসো হে নবীন-
বসন্তের রঙ্গীন সাঁজে,
বকুল ফুলে-খোপার মালায়,
এ পৃথিবী-নতুনের ।

হাতছড়ানো ইউক্যালিপটাস-
জুঁই পলাশের সুর-আর কৃষ্ণচূড়ার গানে,
এ যে নতুন সাজানোর পালা।


আবীরের চুমু-ভালবাসার বাঁধন,
যৌবনের উচ্ছ্বাস আর রংএর মেলায়,
স্বপ্ন ভঁরা আগামীর চোখ-নতুন ঠোঁটে,
পুরোনো আমি হবো নতুন-তোমারই বসন্তে।