ইন্দ্রাণী তোকে ছাড়া আমি শীতের হ্রদয়ে,
আমি শূন্যতার একটা দেশ।
সূর্য হারানো আকাশটা আমার,
স্বপ্ন আমার হারানো স্বপ্নে।


ইন্দ্রাণী তুই আমার রোদ্দুরের মেয়েটা,
আমার অজন্তার আনন্দ,
উষ্ণতা ভঁরা আগামীর আশ্বাস,
আলোয় ভেজানো চোখ আমার।


ইন্দ্রাণী তুই যে আমার শিশিরের সকাল,
হাতধরা দুপুরের নাচ,
চাঁদের আলোয় মাতাল হওয়ার গান,
নেশার নেশায় ভগবান।


না দেখা দেখার দেশ-আমার তুই,
আমার প্রমিথিউসের বিদ্রোহ-
শরীর ভঁরা চাওয়া-
আমার ভালবাসার নতুন সকাল।


তোকে ছাড়া-
বেলাগুলোয় আমার নেই যে দুপুর,
শীতে হারানো বসন্ত আমার।


তুই যে আমার-
বেঁচে থাকায়-বেঁচে থাকার উষ্ণতা,
খুঁজে নেওয়া আকাশটা আমার তোর আকাশে।


ভালবাসার দেশ নেই আমার দেশে-
আমি যে থমকে থাকা তোর সুরে।