মাধবপুরে এলাম,
দিন পাঁচেক -
বড় শহর ছাড়ানো দিন কটা আমার,
গ্রামের গন্ধ মাটির স্বাদ,
পান্তা ভাত,      
পেঁয়াজ লঙ্কায়-আমি।


আমার পুরোনো ছড়ানো মাধবপুর-
মায়ের আচল ভঁরা সকালগুলো-
তবু কেন জানি অচেনা আমি-চেনায় আমার,
হয়তো বা পুরোনো হারানো পুরোনোয়।


হেঁটে যাওয়া ধানক্ষেত,নতুন আমি-
শীতের সুরের খেজুরের পিঠায়,
চিঁড়া ভাজা মটরশুটির পুরোনো আসর-
নেই শুধু মা বাবার ধমকের সময় কটা।


পুরোনো পুকুরটায় নেই স্নানের সাজ,
কোঠা ঘরগুলো সাজিয়ে নেওয়া নতুন ছন্দে,
নতুন এ আকাশটায় বেমানান আমি,
ফিরে পেতাম যদি খেলা বেলা আমার,
আমার হাসি কান্নার সকাল কটা।