আমি একুশের সন্তান-
আমি বিদ্রোহের আকাশ একটা।


একুশ আমার ভাষার ভাষায়-
একুশ ছড়ানো আমার স্বাধীনতায়-
আমি একুশের বিদ্রোহ প্রতি নির্যাতনে।


একুশের চীৎকার আমরা প্রতি একুশে-
সালাম,বরকত প্রণাম তোমাদের প্রণাম-
সালাম আমার ভাষার সালাম।


০০০০০০


মুছে যায় নি রক্তের দাগগুলো-
মুছে যায়নি আমার কথা কেড়ে নেওয়ার চীৎকার,
মনের মনে জেগে আছে আজও-আমার ভাষার উচ্ছাস,
আমার ভাষার ভাষায় কথা বলার স্বাদ।


রফিক,সালাম-সালাম তোমাদের ভাষার সালাম,
সালাম তোমাদের ভাষার ভাষায়-
না বলা বলার আকাশে ভাষা আমার,
সালাম তোমাদের আমার স্বাধীনতায়।