কেন জানি বেশ মনে পড়ছিল তোমাকে,
মনে পড়ছিল তোমার হাত ধরা প্রথম বিকেল,
বৃষ্টি ভেজা কৃষ্ণচূড়ার গাছটায় সময় কিছুটা,
কাঁধ ছুঁয়ে যাওয়া আকাশটায় তুমি।


এত পাওয়ার পৃথিবীতেও আমি শূন্যতায়,
হেঁটে যাওয়া পুরোনোয় এলেমেলো,
বেমানান-হিসেব করা সাজানোয় আমার,
নিজের অজান্তেই খুঁজি,
খুঁজি তোমাকে আমার সন্ধ্যায়।


বিচ্ছিন্ন আমি ভালবাসার দেশটায়,
একটু সান্তনা চাই-
চাই একটা কাঁধ ছুঁয়ে যাওয়া আকাশ,
আমি যে তোমাকে চাই পুরোনোয় আমার।


জানি না কোথায় তুমি,
অজানা কোন সে শহরে,
আমার না বলা বলাগুলো যদি যায় আজ বলা।


একটু সময় যদি দেখা হয় একবার,
দেখা সেই কৃষ্ণচূড়ার গাছটায়,
সেখানেই এসো না হয়।