একই রোদ্দুর কেমন জানি বদলে যায় সময়ের বদলে,
শীতের সকালটার ভালবাসার আমেজ,
গরমের দুপুরে আর যায় না ছোঁয়া,
মানিয়ে নিয়েও হয়না মানিয়ে নেওয়া।


বর্ষার গানে ছুঁয়ে যাওয়া ঠোঁট,
উচ্ছ্বাস ভঁরা বুকের দুপুর,
বেমানান সময়ের সময়ে-
মনটা খোঁজে আলোয় ভঁরা নতুন সকাল,
ভালবাসা ছড়ানো একটা ভালবাসার আকাশ।


সকালের মুখটা অচেনা-বিকেলের দেখায়,
হাত ধরা হাতটাও বেমানান গোধূলির আলোয়,
বলতে গিয়েও হয়না বলা
‘ভালবাসি তোমাকে’।


শিউলি ভেজা সকালের মুখটা,
হেঁটে যাওয়া নতুন-দুপুরের আলোয়,
এক চুমুর ভালবাসার ঠোঁট,
নতুন হতে চায় নতুন আকাশে।  



বেলাশেষের বেলায় হয় না মনে,
বেমানান-
নতুন হাতে ধরা হাতটা,
সময়ে সাজানো ভালবাসার নতুন একটা মুখ।