সময় হারানো আমার-সময়ের সময়ে,
হারানো অনেক কটা মুখ,
যায় যদি -বদলানো
হউক না সে কিছুটা।


বলতে চাই-সুতপাকে,
ফিরলি না আর কথায়-তোর,
খেলার পালা হয়নি শেষ-
চলি গেলি তুই-
সাথে আমার-খেলার বেলা।


বলা হয়নি-সুলেখাদিকে,
বড় স্বার্থপর তুমি,
ধর্মের সাজে-ছাড়লে,দেশ ঘর,
অযথাই-ছেড়ে গেলে আমাদের
ছিল না কিছুই কি বলার তোমার?


বলতে চাই-মা কে
ক্ষমা করো-
অনেক করেছি জ্বালাত্বন,
হিসেব করেছি-বয়সে,
কান্না তোমার ভেবেছি-অযথার।


সময় হারানো সময়ে-
আমি-সময়ের সুরে,
কিছুটা সময় চাই-আমার,
সময় একটা বদলানোর।