এ জীবনটা তো চায় নি-রুবীনা,
এ জীবনটা তো চাওয়ার নয়-
সকাল নেই কোন-
দুপুর নেই দুপুরে-সন্ধ্যাটা হারানো রাতের অজানায়।


ভাতের কান্নায় মানায় না,
ফড়িং এর পাখায় ভেসে যাওয়া আকাশ-
প্রজাপতির রং,খেলাবেলার বেলা-
সরষে ফুলের চমক ভঁরা সকাল।


মাধবপুর ছাড়লো-রুবীনা,
ছাড়লো মায়ের আদরের বেলাগুলো-
পাঠশালার নন্দা-রমজান,
চাওয়ার রাজ্যে মানায় না যে কান্নার সকাল।


মাধবপুর হারালো-রুবীনা,
প্রতিমার ঘুম ভাঙ্গায়-প্রত্যুষের চায়ের সকালে,
হাত বাড়ানো দুটো হাত,
রুবীনা শুধু একটা প্রয়োজন।

সূর্য ভাঙ্গা আকাশটায়-রুবীনা শুধু একটা নাম,
হাত সাজানো একটা শরীর-
বলার কিছু নেই-শুধু মেনে নেওয়া,
সকাল-দুপুর-সন্ধ্যায়।


সব কিছুই ভাগ্য-ঐ বিধাতার জগতে,
ভাঙ্গা ছবির আয়নায় নিজেকে খোঁজে রুবীনা-
খোঁজে তার পুরোঁনো-
ছুটে পালানো খেলাবেলা।