একটা পাহাড় কিনে দিও আমাকে,
আকাশ চুমু খাওয়া পাহাড় একটা,
সমুদ্র ধরে এনো পাহাড়্টায় তুমি,
সমুদ্র যে দেখা হয়নি আমার।


নাম দিও একটা-পাহাড়টার,
তোমার আদরের নাম কোন এক।
কৃষ্ণচূড়ার গাছ সাজিও এলোমেলো,
কথা বলো ভাললাগায়,
ভালবাসার কথা একগাদা।


ছবি এঁকো একটা তুমি,
তোমার পুরোনোতে ধরে রাখা আমি,
এলো চুল-বেলী খোঁপার,
তোমার হাত ধরা হাতে দুপুরগুলো আমার।


বলো ভালবাসায়-
‘ভালবাসি,শুধু ভালবাসেছি তোমাকে’।
আকাশ ছুঁয়ে যাওয়া পাহাড়টায়,
ছড়ানো হৃদয়ে লুকোনো যে আমি।


তরঙ্গের নাচনে খুঁজে নিও আমাকে,
কাজল চোখের আমি,
হাত বাড়িয়ে আমার সমুদ্রটায়,
আলতো ঠোঁটে চুমু দিও একটা।


বদলাবে না আকাশের নীল,
রোদ্দুর ভঁরা দুপুর,
শিশিরের সবুজ,
আমার পাহাড়টাতেও আমি-তোমার ভালবাসায়।