শুনেছি কোথাও আছে একটা গ্রাম ভালবাসার,
শহর ছাড়িয়ে শহর হারানো অজানা কোন শহরে,
ঠিকানাটা যদি ও জানা নেই আমার।


ভালবাসা আছে সেখানে আকাশ ছড়ানো,
রং ধনু হাসির মিষ্টি মুখ আছে এলোমেলো,
আছে হাত ধরা হাতে গল্প বলে যাওয়ার গল্প।


শনিবার দুপুর,
নীতিনপুর মেলার আকাশ ছোঁয়া বটগাছ পেরিয়ে,
যাব আমি সেই গ্রামের খোঁজে,
হেঁটে যাব আকাশ ছোঁয়া ভালবাসার দেশে।


ভালবাসা খুঁজতে চাই আমি,
ভালবাসার সন্ধ্যা আলো-
আমি চাই ঝর্না হাসির একটা মুখ,
চুমু ঠোঁটের নতুন আকাশ
শরীর ছোঁয়ার গল্প,
উরুর আনন্দে রাত্রির গান,
সকাল আমার,ভালবাসার বুকে।