উড়িয়ে দেলাম এলোমেলো,
ছুটিয়ে দেলাম অজানায়,
কেটে দিবি ভোঁ ভো,
পাঁঠিয়ে দিবি লুধিয়ানায়।


কাঁচের সুতো ডিমের স্বাদ,
আয় না দেখ সাহস কতো,
লাল নীল আর চাটাই রঙ্গে,
পারবি কি এই বাঘের সাথে।


আমার আছে বিছুই পাতা,
আকাশ ধরা ছবি কটা,
ঘুড্ডিটা তোর গাছের ডালে,
লাটাই নিয়ে যা ফিরে ঘরে।


নতুন কিছু আসিস শিখে,
নইলে আবার কাঁদবি শুধু,
আমার রাজা রাজাই রলো,
দেখা যাক তোর নতুন খেলা।