আমি কি শুধু খেলার সন্ধ্যা তোমার,
গল্পের সংসারে আরেকটা গল্প,
চাই না আমি বদলাতে তোমার ভাষায়,
ভালবাস যদি আমাকে,ভালবেস আমাকে ভালবাসায়।


ভেব না আমি সমুদ্র স্বাদের সঙ্গিনী তোমার,
নীল শুধু আকাশের মেলায়,
হেঁটে যাওয়া ভালবাসার পথিক আমি আরেক,
যদি চাও, খুঁজে নিও আমাকে ভালবাসায়।


ভালবাসায় আমি কি শুধু হাত ধরা হাত,
খেলার পুতুল তোমার,
আমি তো সংসার যুদ্ধের আরেকজন,
যদি চাও আমাকে,আমি আছি ভালবাসায়।


অলঙ্কার সাজানো পুতুল কি আমি,
বিদ্রোহ হারানো সংসারের গান,
বদলাতে চাও কেন তুমি আমাকে,
আমি আছি,এই আমি-আমার ভালবাসার সুর।