আলপনার ভালবাসা ছিল না-ঘর ছিল একটা,
সুর্য সকালে আলপনার গান ছিল না কোন,
ছিল সংসার ভঁরা গল্প,
শরীরের কথা ছিল না আলপনার রাতে,
ছিল আগামীর দিনটা শুধু।


আলপনা চায় নি যৌবন ছেড়ে যাওয়া দুপুর,
চায় নি শরীর ছাড়া সময়ে শরীরের গল্প,
জীবনটা তো শুধু কটা দিনের,
ফুরোলে ফুরোলো সকাল সন্ধ্যা।


ঘর তো শুধু সংসার নয়,
শুধু কি চাল ডাল লঙ্কার হিসেব?
আলপনার অপরাধ কোথায় শরীরের চাওয়ায়,
অপরাধ কোথায় সুশান্তের সাথের সন্ধ্যাগুলোয়।


ভালবাসা আছে ভালবাসায়,কামনায়,
শরীর খোঁজে আলপনার আরেক শরীর।