নন্দ বাউল চলে গেল-
হয়তো তেমন একটা কিছু নয়,
চলছে চলার পৃথিবী-চলছে নিজের ভাষায়,
থেমে যায়নি কিছু-বদলায়নি কিছু।


ষ্টেশন ছাড়িয়ে পেছনের বস্তিটা,
সংসারের সাধারণ ছাড়ানো অনেক কটা মুখ,
রেল গাড়ীর এলোমেলো আর কান্না ছড়ানো চিৎকার,
সাথে অবাক করা নন্দ বাউলের ভালবাসার কথা।


বিষাদ ছিল কথায় একগাদা,
কান্না ছিল-তবে গ্লানি ছিল না তার বেঁচে থাকায়।
হয়তো নন্দ বাউল চলে যাওয়া অন্য কোন সুরে,
আরেক গ্রাম-নতুন ভাষার নতুন জগত।


বদলানো চাই বেঁচে থাকায়,
একতারা খোঁজে ভালবাসার সুরে নতুন সুর,
আকাশ ছাড়া নীলের সাধসঙ্গিনী,
সাথে হয়তো খুঁজে পাওয়া নিজেকে।

আমাদের গল্প আকাশের গল্পগুলোও বদলানো,
আমরা নন্দ বাউল,আমাদের ভাষায়,
খেলাবেলার দুপুরে ভালবাসার কথা এলোমেলো,
ময়ূর নাচনের নতুন আকাশ আমাদের আকাশে।