কেটে ফেলছে গাছগুলো সবাই,
কাল আসবে নতুন শহর,
জোনাকিরা হারাবে বাউলের একতারায়,
রাখালের মাটির নাচ ছাড়িয়ে হাতবাড়ানো রাজপথ।


হারাবে মাধবপুর-বৃষ্টি ভেজা মাটির গন্ধ,
পথ হারানো পথটা হারাবে শিশির সকালের বাউলের স্বাদ।
হেঁটে যাওয়া ভালবাসার পথটুকু,
মানাবে না আর নতুনের গানে।


হয়তো বেমানান হবে আমার খেলাবেলার গল্প,
শাঁখ সন্ধ্যায় ভালবাসার হাত ধরে হেঁটে যাওয়া,
কোকিলের কথায় বসন্ত খোঁজা,
তবে এ জানা-নতুন আসবেই নতুনের গানে,
আমরা ও অজানা হবো আমাদের অজানায়।