অন্ধকার হলে ভালবাসা হয় শরীর,
নাও যদি থাকে চাঁদের আলো,
হাতটা খুঁজে নেয়-ছোঁয়ায় ছোঁয়ায়,মন ছোঁয়া কথা,
খুঁজে পায় স্বপ্ন সুখের স্বাদ।


নামটা হতে পারে রুবীনা কি সখিনা,
হলোই না হয় পূরবী,
দূর অজানা সুরের কৃষ্ণা,
কিইবা যায় আসে,
কথা,গল্পগুলো তো আমার।


অজানা কুয়াশায় দেখা না দেখা মুখ,
রং ছাড়া গোধুলির অস্পষ্ট কথা সুর,
গল্প ছবি পুকুরপাড়ের,
হাসি কথা যেন, ‘মনে পড়ে…’?অযথার হাসি,
বিলি করে সরানো স্মৃতির ধূলো,
এক এক করে হেঁটে যাওয়া পথের পথ।


অজান্তেই হাতটা ছুঁয়ে নেয় শরীর গল্প,
গোধূলির গান,
কথা দেয়া নেয়ার খেলায়,
দিনের আলোয় ফুরোয় রাতের রাজকুমার।