কেন জানি ভয় হয় আমার,
এ সকালটায় যদি সকাল না আসে আর,
ভয় হয়,সবই যে হবে এলোমেলো,
অজানা হবো আমি আমাতে,
অজানা হবো আমি আমারই ঠিকানায়।


আলো হারানো সে আলোয়,
তোমাকে ও যে যাবে না চেনা,
হেটে যাওয়া চেনা পথ্টা-হয়ে যাবে অচেনা।


ভগবান হওয়ার সেই সে দেশে,
পাবো কি খুজে তোমাকে?
পথ হারানো পথে-আমি কি শুধু একাই?
ব্ড় ভয় আমার-ব্ড় ভয় আমার সে অজানার।