রবিউল ভাই চলে গেলেন,
হয়তো তেমন কিছু নয়-সময়ের নিয়ম এটাই,
চেনা হাসির মুখটা,শুধু গল্প এখন,
ধর্ম,সমাজের খাতায় হালখাতার আরেক হিসেব।


চলে যাওয়া নিশ্চুপ স্বাধীনতার বিদ্রোহী সাধারণ মানুষটা,
সোচ্চার সমাজের জঞ্জালে, পরিবর্তনের অদেখা সৈনিক,
চলে যাওয়া আজ সাম্যতা,শান্তির জগতে হয়তোবা,
কান্নার বুকগুলোয় কালবৈশাখির গুমোট,
চেনা,আপনার মুখটা,হারানো আজ আকাশের অজানায়।


ছবির খাতায় সাজানো স্থাপত্যের ঐতিহ্য,
তার দালানে সাজানো এক্রোপ্লিসের ইতিহাস,
ভালবাসার কথাগুলো তার এখন কথার কথা,
সময়ের সমাজের শান্ত বিদ্রোহী নীরব যে আজ।


তার বলায় দেখা আমাদের নতুন আকাশ,
শেখা বিদ্রোহের নতুন ভাষা,
হতাশ বুকে নিয়ে আসা সান্তনার সুর,
সেলাম রবিউল ভাই,সেলাম তোমাকে,
তোমার অবদান আমাদের আগামীর গান।